গাজী গেফরান: চট্টগ্রামে হাজী মমতাজ-বজল ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বহদ্দার বাড়ি শাহী জামে মসজিদের খতম তারাবীহর সমাপ্তি উপলক্ষে তবারুক বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
হাজী মমতাজ বজল ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক হাজী জনাব তছকির আহমেদ বলেন, আমরা প্রতি বছর বহদ্দার বাড়ি শাহী জামে মসজিদের পবিত্র রমজান মাসের খতম তারাবী শেষে এই তাবারুক বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। আমরা প্রায় দুই হাজার মানুষের জন্য এই আয়োজন করে থাকি। আমাদের বহদ্দার বাড়ি শাহী জামে মসজিদে যে সকল মুসল্লীরা তারাবীহর নামাজ আদায় করেন তাদের হাতে পরিবার পরিজনদের জন্য তবারুক ও দিয়ে থাকি। তাছাড়া ১৭ রমজানে এলাকার ৩ হাজার দুঃস্থ পরিবারের মাঝে আমরা ইফতার সামগ্রী বিতরণ করবো। আল্লাহ যেন প্রতি বছর এই কাজ করে যাওয়ার জন্য আমাদের তৌফিক দান করেন আল্লাহর কাছে এটাই কামনা করি।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয় ইফতার মাহফিল।পরে আগত মুসল্লিদেরকে তবারুক বিতরণ করা হয়।