শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে শিশু কবরস্থান করার ঘোষণা মেয়রের

চট্টগ্রামে শিশু কবরস্থান করার ঘোষণা মেয়রের

চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়িতে রাস্তার পরিত্যক্ত সরকারি ভূমিতে শিশু কবরস্থান করার পাশাপাশি সবুজায়নের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

রোববার (২ এপ্রিল) নগরের পাঠানটুলী, পশ্চিম মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়ি এবং আলকরণ ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে এ ঘোষণা দেন তিনি। এ সময় বিভিন্ন প্রকল্প সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কাউন্সিলর এবং চসিক কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন মেয়র।

রেজাউল করিম চৌধুরী বলেন, চলমান প্রকল্পগুলো মানসম্পন্ন এবং সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। নতুন সড়ক নির্মাণের পাশাপাশি যেগুলো সংস্কার প্রয়োজন, সেগুলো দ্রুত করতে হবে। পাশাপাশি জলাবদ্ধতামুক্ত করতে বিভিন্ন এলাকায় পানি চলাচলের জন্য পর্যাপ্ত নালা গড়তে হবে। ঠিকাদার এবং চসিক কর্মকর্তাদের সমন্বিত কাজের মাধ্যমে চট্টগ্রামকে ঢেলে সাজিয়ে নান্দনিক শহর গড়তে হবে।

মেয়র রেজাউল করিম চট্টগ্রাম কমার্স কলেজের পূর্বাংশে ডিটি লেন এবং আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি সম্প্রসারণ এবং বিদ্যমান ভূ-গর্ভস্থ নালাটিতে ময়লা জমে প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তা পরিষ্কার ও পাইপ অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, গোলাম মো. জোবায়ের, আতাউল্লা চৌধুরী, মো. আবদুস সালাম মাসুম, সংরক্ষিত নারী কাউন্সিলর নীলু নাগ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ।

Check Also

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াতের ২১ প্রার্থীই জয়ী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে ২১ প্রার্থীই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচনী কার্যক্রমে ২১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *