শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তাধিকারের জরিমানা

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তাধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক :বেশি দামে পোশাক বিক্রি, বাসি খাবার বিক্রিসহ নানা অপরাধে চট্টগ্রাম নগরীর ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র। শনিবার (১ এপ্রিল) টেরিবাজার ও কেসিদে রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান।

তিনি জানান, নগরীর টেরিবাজারে ‘মনে রেখ’ নামে একটি প্রতিষ্ঠানে দেখা গেছে তারা নিজেদের ইচ্ছেমত মূল্য বসিয়ে পোশাক বিক্রি করছে। পোশাক আমদানির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে না পারা, ক্রয় ও বিক্রয় রশিদ না রাখা, বিদেশি পণ্যে আমদা‌নি কার‌কের স্টিকার না থাকায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেসিদে রোডে ডেকচি বাড়ি নামে একটি খাবারের দোকানে বা‌সি খাবার বি‌ক্রির উদ্দেশে সংরক্ষণ করায় ৭ হাজার টাকা, বেক এন্ড ফাস্টের পরিবেশক লাকী স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকার‌ী প‌রিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ।

Check Also

যশোরে ‘নারী’ নিয়ে রেস্ট হাউজে যাওয়া সেই ওসি প্রত্যাহার

ঘোষণা ডেস্ক :যশোরের রেস্ট হাউজে ভাইরাল হওয়া ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে …