শিরোনাম
Home / চট্টগ্রাম / সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই : নওফেল

সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই : নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে জঙ্গীবাদ, গুমের রাজনীতি বন্ধ হয়েছে। দেশের মানুষ  বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ক্ষেত্রবিশেষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও গৃহহীনরাও ঘর পাচ্ছেন। সন্তানের অভিবাভক হিসেবে বাবার পাশাপাশি মায়ের নাম সংযুক্ত করেছেন তিনি। এই দেশে মানুষের ভাগ্য উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।

বুধবার ( ২২ মার্চ) হালিশহর আবদুল্লাহ কনভেনশন হলে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মসূচির প্রথম দিনে ১ হাজার ২ শত অসচ্ছল মানুষদের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয় । সভায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, তসলিম উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, ৪৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আব্দুল্লাহ ইব্রাহিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু প্রমুখ।

Check Also

চট্টগ্রামে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, জিআরও প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম আদালতে নগর পুলিশের থাকা প্রসিকিউশন বিভাগের একজন জিআরও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) এর …