শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যাকান্ড

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যাকান্ড

গাজী গোফরান: চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দামপাড়া মেহেদী বাগের মেহেদী টাওয়ারে অবস্থিত একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে । খবর পেয়ে চকবাজার থানার একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। নিহতের নাম সাবিব সায়হান (৯)। তার পিতার নাম মশিউর রহমান। ‘দারুস সফা মাদ্রাসা’ নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেনীর ছাত্র ছিল নিহত সাবিব।সোমবার(১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শিশু সাবাবের গ্রামের বাড়ী কুমিল্লায়, সে তার বাবা মায়ের সঙ্গে নগরীর দামপাড়া পল্টন রোডের একটি বাসায় থাকতো।

সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে আমাদের একটি টিম গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখতেছি।

নিহত শিশুর বাবা মশিউর রহমান বলেন, প্রতিদিন আমি আমার ছেলেকে সকালে মাদ্রাসায় পৌঁছে দিই এবং সন্ধ্যায় বাসায় নিয়ে যাই। সন্ধ্যায় মাদ্রাসায় গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ছেলে নীচে না নামলে আমি শিক্ষকদের বললে তারা বলেন পাঠাচ্ছি। আরেকজন বলে বাথরুমে গেছে, চলে আসবে। এভাবে প্রায় ২০ মিনিট পর এক ছাত্র উপর থেকে আমাকে বলে আঙ্কেল তাড়াতাড়ি উপরে আসুন সাবাবের অবস্থা ভালো না। তখন আমি দৌড়ে ৩য় তলা পর্যন্ত গিয়ে দেখি তারা আমার ছেলেকে ধরাধরি করে নীচে নামাচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য । জানতে চাইলে বলে, সাবাব গলায় ফাঁস দিয়েছে।

তখন দ্রুত তাকে পার্শ্ববর্তী ম্যাক্স হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা জানায় সাবাব আর বেঁচে নেই। মশিউর রহমান বলেন, আমার এই ছোট ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না। আমি তার গলায়, মুখে ও গালে আঘাতের চিহ্ন দেখেছি। তাকে অতিরিক্ত মারধর করা হয়েছে। আমি বিষয়টি তৎক্ষনাৎ পুলিশকে জানিয়েছি।

Check Also

সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *