শিরোনাম
Home / চট্টগ্রাম / ডা. শাহাদাতের নেতৃত্বে বাকলিয়ায় বিশাল পদযাত্রা অনুষ্ঠিত

ডা. শাহাদাতের নেতৃত্বে বাকলিয়ায় বিশাল পদযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সে‌ন বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনর প্রতিষ্ঠিত করতে হবে। ভোটাধিকার রক্ষার সংগ্রামের ঝাঁপিয়ে পড়ুন। ভোটাধিকার সাংবিধানিক অধিকার। এটা কোন বিএনপি’র একার দাবী নয়। এটা সারা বাংলাদেশের মানুষের দাবী। এটা জনগণের অধিকার। জনগণকে ফিরিয়ে দিতে হবে।

যতদিন পর্যন্ত ভোটার অধিকার প্রতিষ্ঠিত হবে না, গণতন্ত্র ফিরে আসবে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে না, ততদিন পর্যন্ত এদেশের মানুষ রাজপথ ছাড়বে না। এদেশের মানুষ স্বৈরাচার সরকারের দুর্নীতি দূঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। বিএনপি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জনগণকে সাথে নিয়েই রাজপথে আছে এবং থাকবে।

তিনি শনিবার বিকেলে (৪ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালামিয়া বাজারস্থ অনন্ত বিলাস কমিউনিটি সেন্টারের সামনে বাকলিয়া থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পদযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আই চৌধুরী মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন , সদস্য মোহাম্মদ আলী, অধ্যাপক নূরুল আলম রাজু, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো:তৈয়ব, সৈয়দ আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্চু, এসএম সেলিম, এ,কে,খান, ইউনুস চৌধুরী হাকিম, হাসেম সওদাগর, মোহাম্মদ শাহজাহান, খোরশেদ আলম, ইসমাইল বাবুল, আলী ইউসুফ, ১৯ নং ওয়ার্ড় বিএনপির সভাপতি হাজি নবাব খান, ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেকান্দার, ১৮ নং ওয়ার্ড় বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির, সাধারণ সম্পাধক হাজী মুহাম্মদ মহিউদ্দিন, ইয়াকুব চৌধুরী নাজিম,হাজী ইমরান উদ্দিন, মোঃআলমগীর, আলী আজগর, খোরশেদ আলম, হাজী মোহাম্মদ ইউনুস, এ,টি,এম ফরিদ, এসএম পারভেজ, আরিফুল ইসলাম ডিউক, রৌশনগীর আমিন, মোঃ কামরুল ইসলাম, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, যুবদল নেতা আসাদুর রহমান টিপু, ইসমাইল হোসেন লেদু, মোঃ মুসা, নুরুদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা রিদওয়ানুল হক রিদু,ছাত্রদল নেতা মোঃ জাহাঙ্গীর, অপু, সানি প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পদযাত্রা কর্মসূচি উদ্বোধন করেন ডা. শাহাদাত হো‌সে‌ন।

Check Also

সিএমপির ৯ থানায় নতুন ওসির পদায়ন

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *