শিরোনাম
Home / প্রেস বিজ্ঞপ্তি / দিনকাল বন্ধ ও সাংবাদিকদের ওপর নিপীড়নে উদ্বেগ আরএসএফের

দিনকাল বন্ধ ও সাংবাদিকদের ওপর নিপীড়নে উদ্বেগ আরএসএফের

ঘোষণা ডেস্ক : দৈনিক দিনকালের নিবন্ধন ও মুদ্রণের ঘোষণাপত্র বাতিল এবং সাংবাদিকদের ওপর ‘নিপীড়নের ঘটনায়’ উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। সোমবার(২৭ ফেব্রুয়ারী) সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

দিনকালের প্রকাশনা বন্ধের ঘটনায় গত সপ্তাহে আরএসএফের নিন্দা জানানোর বিষয়টি উল্লেখ করে এই বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা–কর্মীরা সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছেন। এর মাধ্যমে মুক্ত সাংবাদিকতা চর্চায় বাধা দিচ্ছেন তাঁরা।’

আরএসএফের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ড্যানিয়েল ব্যাসটার্ড বলেন, ‘দৈনিক দিনকাল বন্ধ করে সরকার বাংলাদেশে সব ধরনের মুক্ত সাংবাদিকতা চর্চায় বাধা দিতে আইনের অপব্যবহার করছে। আমরা অবিলম্বে পত্রিকাটি প্রকাশনার লাইসেন্স ফিরিয়ে দিতে প্রেস কাউন্সিলের প্রতি আহ্বান জানাই।’

ড্যানিয়েল ব্যাসটার্ড আরও বলেন, ‘একই সঙ্গে আরএসএফের সংগ্রহ করা তথ্যে দেখা গেছে, গত দুই মাসে বাংলাদেশে সাংবাদিকদের ওপর আক্রমণের একটি উদ্বেগজনক প্রবণতা শুরু হয়েছে। যেসব সাংবাদিক ক্ষমতাসীন দলের নেতাদের সমালোচনা করার সাহস করেছিলেন, তাঁরাই হামলার শিকার হচ্ছেন।’

এই সময়ে বাংলাদেশের কোথায় ও কোন সাংবাদিক হামলা–নির্যাতন–নিপীড়নের শিকার হয়েছেন, এর একটি তালিকা তুলে ধরেছে আরএসএফ। ব্যাসটার্ড বলেছেন, ‘বাংলাদেশে জাতীয় নির্বাচনের আর এক বছরও বাকি নেই। গণমাধ্যমের স্বাধীনতাকে সম্মান করতে হবে; নইলে দেশটিতে গণতন্ত্র অলীক ধারণায় রূপ নেবে।’

Check Also

চট্টগ্রাম সংবাদ এবং সিএসটিভির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোষণা ডেস্ক :চট্টলার গণমানুষের প্রিয় পত্রিকা দৈনিক চট্টগ্রাম সংবাদ এবং জনপ্রিয় আইপি টিভি সিএসটিভির ইফতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *