শিরোনাম
Home / জাতীয় / পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা

পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা

ঘোষণা ডেস্ক : ১৪ বছর আগে তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার(২৫ ফেব্রুয়ারী) সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি – প্রধানমন্ত্রীর প্রতিনিধি  সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং নিহতের স্বজনেরা। অন্যান্য বারের মতো বনানী সামরিক কবরস্থানে এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

শহীদ এই সেনাদের কবরে অশ্রুসিক্ত শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানরা এবং শহীদদের পরিবারও শ্রদ্ধা জানান।

শনিবার সকালে বনানী সামরিক কবরস্থানে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করা হয়। শুরুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাঁদের সামরিক সচিবরা শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তারপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মাহবুব-উল আলম হানিফ। এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালসহ আরো অনেকে।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘এটা ষড়যন্ত্র, সরকারকে উৎখাত ও সরকারের ওপর আঘাত। এ ঘটনার দিন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আচরণ ও গতিবিধি ছিল সন্দেহজনক। আমরা আশা করি এ বছরের মধ্যেই এ হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।’

এছাড়া বিমানবাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালক নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Check Also

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: বিক্রম মিশ্রি

ঘোষণা ডেস্ক :বাংলাদেশের সঙ্গে অতীতের মত ভবিষ্যতেও ভারত ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *