শিরোনাম
Home / রাজনীতি / খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না : তথ্যমন্ত্রী

খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না : তথ্যমন্ত্রী

ঘোষণা ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাঁকে মুক্তি দেয় সরকার। খালেদাকে অসুস্থ উল্লেখ করে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নেয়। এর পর থেকে গুলশানের বাসায় আছেন খালেদা জিয়া। তিনি রাজনীতি করতে পারবেন কি না তা নিয়ে কয়েক দিন ধরেই নানা বক্তব্য দিচ্ছেন ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা। গতকাল তথ্যমন্ত্রী ছাড়াও এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও আইনমন্ত্রী আনিসুল হক।

গতকাল সচিবালয়ে মন্ত্রী হাছান মাহমুদের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি না। এর জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী, কেউ যদি দুই বছরের বেশি শাস্তিপ্রাপ্ত হন, তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া দুই বছরের অনেক বেশি সাজাপ্রাপ্ত হয়েছেন। সুতরাং নির্বাচন করার প্রশ্নই আসে না। আর সরকার তাঁকে শর্ত সাপেক্ষে ঘরে থাকার অনুমতি দিয়েছে তাঁর স্বাস্থ্য বিবেচনায়। তাঁর শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় তাঁকে শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে ঘরে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে। সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতিও করতে পারেন না।’

Check Also

উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা বিএনপির, মির্জা ফখরুলের বিবৃতি

ঘোষণা ডেস্ক :অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপরে পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছেন  মির্জা ফখরুল ইসলাম …