Home / Uncategorized / চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল

চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল

ঘোষণা  ডেস্ক : চট্টগ্রামের শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে হাজারো মানুষ। মানুষের ঢলের কারণে সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আনুষ্ঠানিকতা। এ সময় চসিকের কাউন্সিলর ও কর্মকর্তারা মেয়রের সঙ্গে ছিলেন।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনয়ার মোশাররফ হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুদ্দিন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং মহানগরের বীর মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দেন।

বেলা ১১ টায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ উদ্যোগে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় শ্লোগানে শ্লোগানে পুরো শহীদ মিনার প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।

Check Also

শের-ই বাংলা মেডিকেল কলেজে র‌্যাগিংয়ের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা

ঘোষণা ডেস্ক : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে র‌্যাগিংয়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষকদের হামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *