শিরোনাম
Home / অপরাধ / ধর্ষণ মামলায় সাবেক সংসদ সদস্য আরজু কারাগারে

ধর্ষণ মামলায় সাবেক সংসদ সদস্য আরজু কারাগারে

ঘোষণা ডেস্ক : ধর্ষণ মামলায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহারের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্র জানিয়েছে, নিজের নাম-পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে ও প্রতারণার অভিযোগে এ মামলা করা হয়। গত বছরের ২২ এপ্রিল শিক্ষানবিশ এক আইনজীবীর মাধ্যমে মামলাটি করেন ওই নারী।

এ মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আজিজুল হক আরজু। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৬ জানুযারি একই আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আরজুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Check Also

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা  গ্রেপ্তার

ঘোষণা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার …