শিরোনাম
Home / চট্টগ্রাম / আইসিএসবি চট্টগ্রাম রিজিওন’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন

আইসিএসবি চট্টগ্রাম রিজিওন’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার (সিআরসি) সাব কমিটি। সকাল ৭টায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ৭ টায় সংগঠনের চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার (সিআরসি) সাব কমিটি আইসিএসবি’র চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন এফসিএস’র নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ ও চট্টগ্রাম অঞ্চলের আইসিএসবি’র ছাত্র ও তাদের পরিবারের সদস্যগণ একত্রে ব্যানার সহিত নিউ মার্কেট প্রদক্ষিণ করে মিউনিসিপ্যাল স্কুল শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধ্যার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আইসিএসবি- চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন এফসিএস এর সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম ষ্টেশন রোডের এক রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আইসিএসবি- চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন এফসিএস, সদস্য রেয়াজুল হক সিকদার এফসিএস, সদস্য মসিহর রহমান এফসিএস, সদস্য সচিব মোহাম্মদ সোহেল আমিন এসিএসসহ চট্টগ্রাম অবস্থানরত আইসিএসবির শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। – বিজ্ঞপ্তি

Check Also

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *