আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, তার দেশ এরমধ্যেই দেউলিয়া হয়ে গেছে। গত সাত দশক ধরে অভিজাতদের সংবিধান ও আইনের শাসনের প্রতি অবজ্ঞা থেকেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ জন্য সামরিক বাহিনী, আমলাতন্ত্র ও রাজনীতিবিদ-সহ সকল পক্ষকেই দায়ী করেন। খবর ডনের। শনিবার (১৮ ফেব্রুয়ারি) শিয়ালকোটে একটি কলেজের অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
খাজা আসিফ বলেন, আপনারা সকলে জেনে গেছেন, পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে; অথবা এক ধরনের খেলাপি বা অর্থনৈতিক দুর্দশা চলছে। কিন্তু, এটা এরমধ্যেই ঘটে গেছে। আমরা একটি দেউলিয়া দেশে বসবাস করছি।
দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধর দেশটির প্রতিরক্ষামন্ত্রীর মতে, নিজ পায়ে দাঁড়ানো একটি স্থিতিশীল দেশ হওয়ার জন্য অতি-জরুরি। আমাদের সমস্যাগুলোর সমাধান আমাদের দেশেই আছে। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সুরাহা নেই।