শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রাম মহানগর যুবদল নেতার উপর বর্বর সন্ত্রাসী হামলা

চট্টগ্রাম মহানগর যুবদল নেতার উপর বর্বর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র এক নেতার উপর বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চকবাজার ধুনির পুল মোড়ে এই ঘটনা ঘটে।

জানা যায়, হামলায় গুরুতর আহত যুবদল নেতার নাম মোহাম্মদ আলমগীর চৌধুরী। তিনি শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী। মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় হামলাকারীরা তার মোটরসাইকেল ভাংচুর করে এবং ২টি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়।পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। কয়েকজন পথচারী আলমগীরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেকহার জরুরি বিভাগে ভর্তি করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

জানতে চাইলে চিকিৎসাধীন মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, তিনি রাজনৈতিক আলোচনা শেষ করে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা থেকে
মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে ছাত্রলীগ-যুবলীগের ৮০-৯০ জন স্বশস্ত্র সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে তাঁর উপর মধ্যযুগীয় কায়দায় হামলা চালায়। এসময় তারা আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে এবং ২টি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এই ব্যাপারে জানতে চাইলে চকবাজার থানার অফিসার ইনচার্জ বলেন, এই ধরনের হামলার ব্যাপারে আমি অবগত না এবং এই ধরনের হামলার ঘটনায় কেউ মামলা করতেও আসেনি। কেউ অভিযোগ প্রদান করলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াতের ২১ প্রার্থীই জয়ী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে ২১ প্রার্থীই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচনী কার্যক্রমে ২১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *