
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “অনেক কষ্টের ফলে পুলিশের মনোবল ফিরে এসেছে। আবার পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না। যদি ভাঙার চেষ্টা করা হয়, তবে আপনাদের ৫ আগস্টের পরবর্তী সময়ের মতো বাঁশের লাঠি নিয়ে বাড়িঘর পাহারা দিতে হবে।”
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে কমিশনার এই সতর্কবার্তা দেন।
ডিএমপি কমিশনার বলেন, “একটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। পুলিশ যখন কোনো অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে ধরনের ব্যবহার হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। যারা এমন আচরণ করছেন, তাদের কাছে আমার অনুরোধ—আমার অফিসারদের সঙ্গে এহেন আচরণ করবেন না। আমরা রাস্তায় কোনো সংঘাতে জড়াতে চাই না, বরং আপনাদের সেবা দিতে চাই।”
তিনি আরও জানান, “গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে আহত করা হয়েছে। এটি আমাদের মনোবলকে ক্ষতিগ্রস্ত করে এবং শেষপর্যন্ত সকলকে ক্ষতি হয়। ৫ আগস্টে এমন পরিস্থিতিতে ৮০ বছরের বৃদ্ধকেও লাঠি হাতে মহল্লার পাহারায় থাকতে হয়েছিল। যদি আবার মনোবল ভেঙে যায়, পরিস্থিতি পুনরায় এমন হবে।”
কমিশনার স্পষ্ট করেন, “গাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপের চেষ্টা করলে পুলিশের আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু গুলি করার কোনো নির্দেশ আমি দেইনি। এটি আইন অনুযায়ী পুলিশ করবে। আমি শুধু আইনের বাস্তবতা জানাচ্ছি।”
ডিএমপি কমিশনার নাগরিকদের প্রতি আহ্বান জানান, পুলিশকে সহায়তা করুন যাতে নগরবাসী নিরাপদে থাকতে পারে এবং অরাজকতা সৃষ্টি না হয়।
অপরাধ ঘোষনা aporadhghoshona
