নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সাংবাদিক এবাদুল হোসেনের উপর মাদক ব্যবসায়ীদের সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় শুক্রবার(১৫ আগস্ট) বাকলিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি গাফফারকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পলাতক থাকা গাফফার হামলার পর থেকে গ্রেফতার এড়াতে এক স্থান থেকে অন্য স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশের একটি বিশেষ দল নগরের বিভিন্ন এলাকায় নজরদারি চালিয়ে অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকার চাক্তাই খালপাড়ে সাংবাদিক এবাদুল হোসেনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এসময় তাকে মারাত্মকভাবে আহত করা হয় । ঘটনার পর থানায় দায়ের হওয়া মামলায় ১২ জন আসামীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়।
স্থানীয় সাংবাদিক সমাজ, গণমাধ্যম কর্মী ও মানবাধিকার সংগঠনগুলো শুরু থেকেই এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিল। তারা গাফফারের গ্রেফতারকে ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
সাংবাদিক নেতারা বলেন, “এই হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতার উপরও আঘাত। আমরা চাই, অবিলম্বে অন্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং সকল দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক।”
উল্লেখ্য, সাংবাদিক এবাদুল হোসেন দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে অপরাধ, অনিয়ম ও দুর্নীতি উন্মোচন করে আসছেন। ধারণা করা হচ্ছে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রকাশিত একটি সংবেদনশীল প্রতিবেদনই এই হামলার মূল কারণ হতে পারে।