ঘোষণা ডেস্ক :সিএমপির চান্দগাঁও- বাকলিয়া থানাধীন রাহাত্তার পুল এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী রোকসানা চান্দগাঁও থানার বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন। চান্দগাঁও থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই ফয়সাল আলম, এএসআই এনামুল হক, এএসআই সুজন কুমার দাশ, এএসআই জালাল উদ্দিন সঙ্গীয় নারী ফোর্সসহ রবিবার(১৮ মে) দুপুর ১২:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া রাহাত্তারপুল এলাকা হইতে কালামিয়া সওদাগরের বাড়ীর মৃত এখলাছ মিয়ার মেয়ে ও আব্দুল মান্নানের স্ত্রী রোকসানা বেগমকে (৪৬) ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মাদক মামলার আসামি রোকসানাকে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। ১৮/০৫/২০২৫ইং তারিখের মামলা নং-১৯।