নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে সিডিএ'র দূর্নীতিবাজ কর্মচারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মামলা- হামলার হুমকি ও গাড়ী চাপায় হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও মানবাধিকার অ্যালায়েন্স'র উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । বৃহস্পতিবার (১০ এপ্রিল) নগরীর চকবাজারস্থ একটি হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাংবাদিক গাজী গোফরান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সিডিএ কর্মচারি লীগের সাবেক সহ-সভাপতি, সিবিএ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) এর সভাপতি, আ.জ.ম. নাছিরের বড় ভাই সিডিএ'র নির্বাহী প্রকৌশলী আ.হ.ম. মিছবাহ উদ্দিনের গাড়ি চালক পরিচয়ে প্রভাব বিস্তার করে ডানপন্থী সিডিএ কর্মকর্তা-কর্মচারীদের উপর নির্যাতনকারী মহিউদ্দিনের বিরুদ্ধে দূর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে সংবাদ প্রকাশ করায় তাকে মামলা-হামলার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাকে গাড়ী চাপায় হত্যার চেষ্টাও করা হয়।
উক্ত ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ ও দুঃখ প্রকাশ করে বলেন, মহিউদ্দিন তার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করতেছেন সেসব ষড়যন্ত্রে অনৈতিক সুবিধার বিনিময়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতায় রয়েছেন কয়েকজন সাংবাদিক নেতা। তাদেরকে এই ধরণের ঘৃণ্যতম কর্মকাক্ত থেকে বিরত থাকার অনুরোধ জানান।
তিনি বলেন, এই দূর্নীতিবাজ কর্মচারী মহিউদ্দিন বিগত আওয়ামী স্বৈরশাসকের দোসর হলেও এখনো বহাল তবিয়তে রয়েছেন এবং ফায়দা লুটার জন্য খোলস পাল্টে নিজেকে জাতীয়তাবাদী কর্মী/সমর্থক সাজিয়ে স্রোতে গা ভাসানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। নির্বাহী প্রকৌশলী আ. হ. ম. মিছবাহ উদ্দিনের জন্য অফিসের বরাদ্দকৃত জিপ গাড়ীটি (চট্টমেট্টো-ঘ- ১১-১২৯৬) তাঁর অফিস যাতায়াতের জন্য ব্যবহার করার কথা থাকলেও ড্রাইভার মহিউদ্দিন সেটা ব্যক্তিগত ও নানা অপকর্মের কাজে ব্যবহার করছেন।
এই দূর্নীতিবাজ কর্মচারী মহিউদ্দিনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে নিজের জীবনের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, সিডিএ চেয়ারম্যান, দুদক এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী সাংবাদিক।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক নূরুল কবির, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ মজুমদার, সাংবাদিক ওসমান এহতেশাম ।