শিরোনাম
Home / চট্টগ্রাম / রাউজানে বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

রাউজানে বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের রাউজানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়ে অন্তত পাঁচটি মোটরসাইকেলে আগুন দিলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকার এবং দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার নোয়াজিষপুর মদন চৌধুরী জামে মসজিদ মাঠে গোলাম আকবর খন্দকারের অনুসারীরা ইফতার মাহফিলের আয়োজন করে। খবর পেয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা ২০-২৫টি মোটরসাইকেল যোগে এসে ইফতার মাহফিলে হামলা চালায়। এতে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।

পরে গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীরা চিকদাইর ইউনিয়নের ইফতার মাহফিল থেকে ফেরার পথে ইউসুফ খাঁর দিঘিতে গোলাম আকবর খন্দকারের অনুসারীরা পথ আটকে গুলিবর্ষণ ও কিরিচ দিয়ে হামলা চালায়। অনেকে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় পাঁচটি মোটরসাইকেল একটি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম আবদুল কাইয়ুম (২৮)। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী। এ ছাড়া সংঘর্ষে আহত হন গোলাম আকবর খন্দকারের অনুসারী মুহাম্মদ সেকান্দর (২৮), তাঁর ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ (৪৭), বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী মুহাম্মদ মোরশেদ আলম (৪০), মুহাম্মদ বাদশা।  এ ঘটনায় আরও ১০ জন আহত হলেও তাৎক্ষণিকভাবে সবার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া বলেন, বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইফতার মাহফিলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Check Also

বড় চমক জন্ম-মৃত্যু নিবন্ধনে, নাগরিক সনদ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইস্যুতে

নিজস্ব প্রতিবেদক : দেশে সাধারণ মানুষকে সরকারি সেবা পেতে হরহামেশা নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। ভোগান্তি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *