ঘোষণা ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সালাহ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১ জানুয়ারি) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার সালাহ উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছৈয়দাবাদ এলাকার ওবায়দুল হাকিম মুন্সির বাড়ির রফিক আহমদের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে মোহাম্মদ সালাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলছিল। এসময় সেখানে দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-ককটেল বিস্ফোরণ ঘটান আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা। তারা ঘটনাস্থলে থাকা কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর এবং একটি অটোরিকশায় আগুন দেন।
হাতে একটা থাকা লাঠিসোঁটা, হকিস্টিক ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করেন তারা। তাদের হামলায় মোহাম্মদ সিফাতের ডান হাত ভেঙে যায়। এছাড়াও আহত হন- খুরশিদ আলম, মুদাসসির, নুরুল আলম তালুকদার ও মোহাম্মদ সেলিম।
এ ঘটনায় গত ২৮ আগস্ট আহত সিফাতের বাবা মোহাম্মদ তসলিম বাদী হয়ে ৪ ইউপি চেয়ারম্যানসহ ৮১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা করেন।