নিজস্ব প্রতিবেদক :চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ডাকাতদের হামলায় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে বলে সন্দেহ কারো কারো। এ ব্যাপারে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এমভি আল-বাখেরা নামক জাহাজটি থেকে প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মৃত্যু হয়। চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে নোঙর করা ছিল এমভি আল-বাখেরা নামের জাহাজটি। সোমবার বিকেলে জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে নৌ পুলিশ সেখানে যায়। টেলিফোনে বলা হয়েছে, ওই জাহাজে ডাকাতের হামলা হয়েছিল। আমরা পাঁচজনের লাশ পেয়েছি, তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আরো একজনের চিকিৎসা চলছে। ওই পাঁচজনকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্ট গার্ড ও পুলিশ।
চাঁদপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুল ইসলাম জানান, আহত অবস্থায় ৩জনকে আনা হয়। দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। জুয়েল নামে একজন চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।