শিরোনাম
Home / আদালত / এজাহারে নাম থাকলেও নিরীহদের গ্রেপ্তার করা হবে না: আইজিপি

এজাহারে নাম থাকলেও নিরীহদের গ্রেপ্তার করা হবে না: আইজিপি

ঘোষণা ডেস্ক :মামলার ক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন উল্লেখ করে পুলিশপ্রধান বাহারুল আলম বলেছেন, যারা নিরীহ অথচ মামলায় আসামি হয়েছেন, তাদের গ্রেপ্তার করা হবে না। হয়রানি এড়াতে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাদেরকে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এসব কথা বলেন।

এসময় পুলিশপ্রধান বলেন, বাহিনীর কর্মস্পৃহা পুনরুদ্ধার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ১৫ বছরে পুলিশ বাহিনী রাজনৈতিক উদ্দেশে ব্যবহার হওয়ায় এর পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি দৃঢ়ভাবে বলেন, ভবিষ্যতে পুলিশ যেন আর কোনো রাজনৈতিক প্রভাবের শিকার না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আইজিপি আরও বলেন, পুলিশ রিফর্মের কাজ চলছে। অতীতে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধে জড়িয়েছে, যা অত্যন্ত লজ্জার বিষয়। আমাদের লক্ষ্য হচ্ছে পুলিশকে জনগণের আস্থা অর্জনকারী একটি পেশাদার বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করা।

অস্ত্র উদ্ধারের বিষয়ে আইজিপি জানান, এখন পর্যন্ত সারা দেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনও দুই হাজার অস্ত্র উদ্ধার বাকি। এসব অস্ত্র উদ্ধারে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন।

Check Also

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, চাক্তাইয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম নগরের চারটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *