শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি পদে রদবদল

চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) বন্দর ও পিওএম বিভাগে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

বদলির আদেশে বলা হয়, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে দক্ষিণ বিভাগে আর দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খানকে পিওএম বিভাগে বদলি-পদায়ন করা হলো।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর ‘ওয়ান কিলড ইন বাংলাদেশ অ্যাজ হিন্দু প্রোটেস্টার্স ক্লাশ উইথ পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন করেছিল সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর বক্তব্য উল্লেখ করা হয়। বুধবার সিএমপি থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার বরাতে প্রতিবেদন করেছে রয়টার্স। সিএমপির প্রতিবাদের মুখে প্রতিবেদনটি সংশোধন করেছে রয়টার্স।

Check Also

চান্দগাঁওয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *