শিরোনাম
Home / অপরাধ / মহামায়া ঘুরতে আসা তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

মহামায়া ঘুরতে আসা তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে গিয়ে ১৭ বছরের এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রিয়াজ উদ্দিন (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৮ নভেম্বর) সকালে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে মিরসরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মো. ইউছুপের ছেলে। সেই ধর্ষণের ঘটনার সাথে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও ফেনী সদর থেকে মহামায়া ঘুরতে আসেন প্রেমিক যুগল। এ সময় তারা একান্ত সময় কাটানোর জন্য মহামায়া লেকের গহীনে গেলে তাদের অনুসরণ করতে থাকেন তিন যুবক। প্রথমে তাদের ভিডিও করেন। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধর্ষণের ঘটনায় জড়িত সবাই মিরসরাই উপজেলার।

মিরসরাই থানা পুলিশের ওসি) আবদুল কাদের জানান, মহামায়া লেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্তকরণ করে রিয়াজ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

Check Also

চান্দগাঁওয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *