শিরোনাম
Home / চট্টগ্রাম / সিএমপির ৯ থানায় নতুন ওসির পদায়ন

সিএমপির ৯ থানায় নতুন ওসির পদায়ন

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে বদলি ও পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (এডিসি-পিআর) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, পুলিশ পরিদর্শক মজিবুর রহমানকে খুলশী থানার ওসি, মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে কোতোয়ালি থানার ওসি, ডিবি পশ্চিমের পুলিশ পরিদর্শক মনির হোসেনকে কর্ণফুলী থানার ওসি, উপ-পুলিশ কমিশনার (বন্দর) কার্যালয়ের পুলিশ পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামানকে হালিশহর থানায়, পিআর শাখার পুলিশ পরিদর্শক জাহেদুল কবিরকে চকবাজার থানায়, ডিবি পশ্চিম কার্যালয়ের পুলিশ পরিদর্শক রমিজ আহমেদকে সদরঘাট থানায়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলায়মানকে পাঁচলাইশ থানায়, পুলিশ পরিদর্শক আফতাব উদ্দিনকে চান্দগাঁও থানায় ও পাঁচলাইশ থানার পরিদর্শককে (তদন্ত) ইপিজেড থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

Check Also

চট্টগ্রামে বাসে আটকে রেখে কিশোরীকে রাতভর ধর্ষণ, চালক ও হেলপার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বাসের ভেতর আটকে রে এক কিশোরী যাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *