শিরোনাম
Home / অপরাধ / ব্ল্যাকমেইল করে চট্টগ্রাম কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ, কারাগারে অফিস সহকারী

ব্ল্যাকমেইল করে চট্টগ্রাম কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ, কারাগারে অফিস সহকারী

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কলেজের অফিস সহকারী মোশাররফ হোসেন মানিককে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, গত ২৭ জুন এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (৯ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ জুন ভুক্তভোগী ছাত্রী তার মাকে নিয়ে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে কলেজে আসেন। প্রবেশপত্র সংগ্রহ করতে দেরি হচ্ছে দেখে তিনি মাকে বাসায় পাঠিয়ে দেন। মা বাসায় চলে গেলে তিনি পদার্থবিজ্ঞান ভবনের ওয়াশরুমে যান। সেখান থেকে বের হওয়ার সময় তার আরেক সহপাঠীর সঙ্গে দেখা হয়। সহপাঠীর সঙ্গে ওয়াশরুমের সামনে কথা বলতে দেখেন অভিযুক্ত ওই মানিক। একসঙ্গে ওয়াশরুমে দেখার বিষয়টি ছাত্রীর পরিবার এবং কলেজ প্রিন্সিপালসহ সবাইকে বলে দেওয়ার ভয় দেখান তিনি। পরে প্রবেশপত্র সংগ্রহ শেষে মানিক ওই ছাত্রীকে বাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন।

মানিকের প্রস্তাবে ওই ছাত্রী রাজি হয়ে বাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় ওঠেন। পথে মানিক সিএনজি থেকে নামিয়ে কোতোয়ালী থানার স্টেশন রোডের একটি হোটেল রুমে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে দেন মোশাররফ। ঘটনার একদিন পর ২৯ জুন থানায় মামলা করে মেয়েটির পরিবার।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ২৯ জুন নগরের চকবাজার থানায় মামলা রেকর্ড হয়। এরপর ৩০ জুন ফেনী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করা হচ্ছে।

Check Also

ভারতে গ্রেপ্তার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

ঘোষণা ডেস্ক : অবৈধভাবে অনুপ্রবেশসহ একাধিক অভিযোগে অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ ৫ আওয়ামী লীগ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *