শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় এক শিক্ষক গ্রেফতার, অন্যজন পলাতক

চট্টগ্রামে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় এক শিক্ষক গ্রেফতার, অন্যজন পলাতক

এম.জিয়াউল হক: চট্টগ্রামে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে নগরীর কোতোয়ালী থানাধীন সেন্ট স্কলাস্টিকা বালিকা স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) ওই ছাত্রীর মা বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় এ মামলা করেন।

অভিযুক্ত ওই দুই শিক্ষক ছাত্রীর পরীক্ষার খাতায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে যৌন নির্যাতন করতেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

সেন্ট স্কলাস্টিকা বালিকা স্কুল অ্যান্ড কলেজের অভিযুক্ত দুই শিক্ষক হলেন মো. রকিব উদ্দিন (৩৫) ও সুজিত পাল (৩৩)। রকিব উদ্দিন ওই স্কুলের চতুর্থ শ্রেণির বিজ্ঞান বিষয়ে ক্লাস নেন এবং সুজিত পাল পঞ্চম শ্রেণির ক্লাস নেন। ইতোমধ্যে সেন্ট স্কলাস্টিকা বালিকা স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে শিক্ষক রকিব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন সুজিত পাল।

মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সাল থেকে বাদীর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নানাভাবে যৌন নির্যাতন করে আসছেন ওই দুই শিক্ষক। এমনকি দুই শিক্ষক ওই ছাত্রীকে বকাঝকা করতেন এবং পরীক্ষার খাতায় নম্বর কম কমিয়ে দেওয়ার ভয় দেখাতেন। শুধু তাই নয়, ওই ছাত্রীর মোবাইল নম্বরে ফোন করেও বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলতেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, ‘পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় রকিব উদ্দিন নামে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতারে অভিযান চলছে।’

Check Also

চান্দগাঁওয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *