শিরোনাম
Home / অপরাধ / আনোয়ারায় ছাত্রীকে যৌন হয়রানি: জুতার মালা পরিয়ে শিক্ষককে পুলিশে দিলো জনতা

আনোয়ারায় ছাত্রীকে যৌন হয়রানি: জুতার মালা পরিয়ে শিক্ষককে পুলিশে দিলো জনতা

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম জেলার আনোয়ারা ‍উপজেলার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌনহয়রানির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে মারধর ও জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।সোমবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক পরৈকোড়া ইউনিয়নের পাঠনিকোটা গ্রামের অধীর ভট্টাচার্যের ছেলে। ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জানা যায়,  উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক। তবে অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় সকালে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী এ ঘটনায় বিচার দাবি করে স্কুলটি ঘেরাও করে। এক পর্যায়ে অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে মারধর করে জুতার মালা পরিয়ে দেন। পরে পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্য বিভিন্ন সময় ধুমপান করে ক্লাসে প্রবেশ করে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে বিভিন্নভাবে যৌনহয়রানি করতেন। এ ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে ওই শিক্ষার্থী স্কুলে আসতে অনিহা প্রকাশ করে। পরবর্তীতে স্কুলের বিভিন্ন শিক্ষার্থীর মাধ্যমে ঘটনা জানতে পেরে শিক্ষার্থীর অভিভাবক ১৫ মে প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করতে সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি প্রশিক্ষণে থাকায় তদন্ত করতে দেরি হয়। সোমবার থেকে তদন্ত শুরু হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, সোমবার সকালে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানালে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এখন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

যেভাবে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ

ঘোষণা ডেস্ক :চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। কথায় কথায় গুলি ছোড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *