শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে ৪ শিশুকে পাশবিক নির্যাতন চেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে ৪ শিশুকে পাশবিক নির্যাতন চেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বন্দর থানার কলসি দীঘির পাড় এলাকায় একটি মাদ্রাসার ৪ শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের চেষ্টার অভিযোগে মাদ্রাসাটির শিক্ষক মো. ওমর ফারুককে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে মাদ্রাসার হলরুমের ভেতর থেকে ওই শিক্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। গ্রেপ্তার ফারুক বাঁশখালী থানার কাথারিয়া বাজারের পাশে মন্দুরীর বাড়ির মো. মোস্তফা কামালের ছেলে।

ওসি জানান, মাদ্রাসা শিক্ষক মো. ওমর ফারুক চার শিক্ষার্থীকে হাত-পা টেপানোর নাম দিয়ে পর্যায়ক্রমে পাশবিক নির্যাতনের চেষ্টা করে। এর মধ্যে এক শিক্ষার্থী তার বাবাকে বিষয়টি জানালে তিনি মাদ্রাসার পরিচালককে বিষয়টি জানান। মাদ্রাসার পরিচালক ও অভিযোগকারী শিক্ষার্থীর বাবা অভিযুক্ত মো. ওমর ফারুককে জিজ্ঞাসা করলে সে বিষয়টি স্বীকার করে। এরপর এক শিক্ষার্থীর বাবা থানায় মামলা করলে মো. ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।

Check Also

চান্দগাঁওয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *