শিরোনাম
Home / রাজনীতি / প্রধান বিচারপতিকে গোয়েন্দা কর্মকর্তার তরবারি দেওয়া নজিরবিহীন: রিজভী

প্রধান বিচারপতিকে গোয়েন্দা কর্মকর্তার তরবারি দেওয়া নজিরবিহীন: রিজভী

ঘোষণা ডেস্ক : মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান দেশের প্রধান বিচারপতিকে তরবারি উপহার দেওয়া ‘নজিরবিহীন ঘটনা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের দেশে ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুযায়ী— কেউ যদি কাউকে অস্ত্র দেয়; যিনি দেবেন এবং যিনি গ্রহণ করবেন তাদের উভয়ের সাজা হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান তরবারি দিচ্ছেন দেশের আইনের অভিভাবক প্রধান বিচারপতিকে। এই যে তরবারি দিয়েছেন তার কি কোনও লাইসেন্স আছে? এর ন্যুনতম সাজা ৭ বছর কারাদণ্ড।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ওলামা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, হুসাইন মোহাম্মদ এরশাদকে সেই সময়ে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে একটি অস্ত্র দিয়েছিল, যেটি তার বাসায় ছিল। এর কারণে পরে এরশাদের সাজা হয়েছিল। তখন রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন। এই যে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান, তিনি যে তরবারি দিচ্ছেন প্রধান বিচারপতিকে; এটা কোন আইনে দিলেন? আসলে ওরা দেশের প্রচলিত কোনও আইন-কানুনের তোয়াক্কা করে না আমি আগেও বলেছি। তারা মনে করে শেখ হাসিনার কথাই আইন।’

খালেদা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় আছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দাবি, সরকার তাকে মুক্তি দেবে। তিনি যেখানে উন্নত চিকিৎসা চান, নাগরিক অধিকার হিসেবে সেই দাবি পূরণ করবে।’

এসময় ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাওলানা কাজী সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক, মাওলানা কাজী আলমগীর হোসেন, মাওলানা কাজী আবুল হোসেন, মাওলানা মাহমুদুল হাসান শামীম এবং মাওলানা মফিজুর রহমান প্রমুখ।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ

ঘোষণা ডেস্ক :কোটাবিরোধী আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *