শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের খুলশীতে গ্রাম সিএনজি নিয়ে ছিনতাই, আটক ৫

চট্টগ্রামের খুলশীতে গ্রাম সিএনজি নিয়ে ছিনতাই, আটক ৫

নিজস্ব প্রতিবেদক : নগরীর টাইগারপাস এলাকায় গ্রাম সিএনজি ট্যাক্সি নিয়ে পথচারীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগে ৫ কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঘটনার পর পর খুলশী থানাধীন আমবাগান মিন্টু কলোনির শাহ আলমের অটোরিক্সা গ্যারেজে অভিযান চালিয়ে ট্যাক্সিসহ তাদের আটক করা হয়। এই ঘটনায় মো. শরীফ (১৭)  নামের এক আসামি পলাতক রয়েছে।

আটকরা হলেন- মো. রোমন প্রকাশ নোমান (১৬), মো. বাদশা (১৫),  মো. ওমর ফারুক প্রকাশ মিল্ল্যা (১৫), মো. রুবেল (২০)  এবং  মো. শাহিন (২৬)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, আসামিদের অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক। তারা রাতের বেলায় গ্রাম সিএনজি ট্যাক্সি নিয়ে পথচারীদের আটকে ছিনতাই করে। ফখরুল আবেদীন প্রকাশ হারুন (৪০) নামের এক ব্যক্তি টাইগারপাস এলাকায় গতকাল রাত ২টার দিকে ছিনতাইয়ের শিকার হলে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার স্বল্প সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় ছিনতাইয়ে ব্যবহার করা গ্রাম সিএনজি ট্যাক্সিটি জব্দ করা হয়।

Check Also

হাটহাজারীতে ককটেল বিস্ফোরণের অভিযোগে বাঁশখালী বিএনপির ১৪ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীর গণ্ডামারা থেকে হাটহাজারীর চিকনদণ্ডী। দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এ দূরত্ব পাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *