
ঘোষণা ডেস্ক : মনোনয়ন বাণিজ্য করতে বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পেছনে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেও দাবি করেছেন সেতুমন্ত্রী।
রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন বাণিজ্য করতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
লন্ডনে বসে মনোনয়ন বাণিজ্য করছে তারেক। বিএনপির আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে। তারা একেকবার একেকজনের ওপর ভর করে। টাকা খরচ করে তারা বিদেশিদের দিয়ে স্টেটমেন্ট ও সংগ্রহ করে।
তিনি আরো বলেন, এক এগারোর গঠন করার স্বপ্ন দেখেছিল বিএনপি। কিন্তু সেই দিন আর নেই। এদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে চায়। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে আর আগামী নির্বাচনই বলে দেবে কে বাংলাদেশের ক্ষমতায় বসবে।
ওবায়দুল কাদের বলেছেন, ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা দেখে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।
তিনি বলেন, ‘বিএনপির লাফালাফি বন্ধ হয়ে গেছে। দেখতে দেখতে ১৫ বছর কেটে গেছে; আমেরিকার দিকে তাকিয়ে ছিলো তারা। একটা সেলফি দেখেই চোখ মুখ শুকিয়ে গেছে তাদের। রাতের ঘুম শেষ হয়ে গেল।
এখন কে নিষেধাজ্ঞা দিবে? ওসব ভয় পায় না আওয়ামী লীগ।’
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।