শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রাম পাহাড়িকা স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী অপহরণের দায়ে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম পাহাড়িকা স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী অপহরণের দায়ে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দকানন এলাকার পাহাড়িকা স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দায়ে একই স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১১ বছর বয়সী অপহৃত ছাত্রীকে  উদ্ধার করা হয়।

কোতায়ালী থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ আগস্ট ) বিকালে বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নন্দকানন পাহাড়িকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় একই বিদ্যালয়ের শিক্ষক মো. মনজুরুল ইসলাম। পরে যথাসময়ে রাতে ঐ  ছাত্রী বাসায় না ফিরলে তার বাবা বাদী হয়ে কোতায়ালী থানায় নিখোঁজ জিডি লিপিবদ্ধ করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে  তিনি জানতে পারেন তার মেয়েকে অপহরণ করা হয়েছে। পরদিন তিনি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায়  মামলা দায়ের করেন।

কোতায়ালী থানার ওসি জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে  বলেন, বান্দরবন এলাকার একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্ত শিক্ষক মো. মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে ভিকটিমকেও উদ্ধার করা হয়।

Check Also

সিএমপির ৯ থানায় নতুন ওসির পদায়ন

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *