শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে নৌকার প্রার্থী বাচ্চু বিজয়ী

চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে নৌকার প্রার্থী বাচ্চু বিজয়ী

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ৫৭২টি।

রোববার (৩০ জুলাই) রাতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান এ ফল ঘোষণা করেন। নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে স্থাপিত অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়।

চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৭ হাজার ১৫৩ জন। সেই হিসেবে ১১.৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১৫৬ ভোট কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পেয়েছেন ৪৮০ ভোট এবং মনজুরুল ইসলাম ভূইঁয়া (রকেট) পেয়েছেন ৩৬৯ ভোট।

Check Also

সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *