শিরোনাম
Home / অপরাধ / ঢাকায় পুলিশ কনস্টেবল হত্যা: ৩ ছিনতাইকারী সরাসরি জড়িত, গ্রেফতার ১৪৫

ঢাকায় পুলিশ কনস্টেবল হত্যা: ৩ ছিনতাইকারী সরাসরি জড়িত, গ্রেফতার ১৪৫

ঘোষণা ডেস্ক : রাজধানীর ফার্মগেটে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় ১৪৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন সরাসরি জড়িত। তারা হলেন- রাব্বি (২১), লিটন (২১), কামরুল।

সোমবার (৩ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন পুলিশ সদস্য মনিরুজ্জামান। ছিনতাইয়ের উদ্দেশ্যেই কনস্টেবল মনিরুজ্জামানকে খুন করা হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তার ওপর হামলা করেন তিন ছিনতাইকারী। এসময় মনিরুজ্জামান তাদের বাধা দেন।

ছিনতাইকারীরা মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনার পর তারা প্রথমে ঘটনাস্থল থেকে পশ্চিম দিক দিয়ে পালিয়ে যান। পরে মোহাম্মদপুর গিয়ে তারা পৃথক হন। আমরা তাদের শনাক্ত করে গত ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছি।

তিনি আরও বলেন, ঈদের আগে ১ হাজার ৭৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কনস্টেবল মনিরুজ্জামান হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় ৩১ জন ও শেষ ২৪ ঘণ্টায় ১১৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

Check Also

চট্টগ্রামে অনুদানের নামে ফোন নম্বর সংগ্রহ করে কুপ্রস্তাব, হুজুরকে পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহের নামে নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *