শিরোনাম
Home / রাজনীতি / অনিবন্ধিত রাজনৈতিক দল ঘরোয়াভাবে সমাবেশ করতেই পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনিবন্ধিত রাজনৈতিক দল ঘরোয়াভাবে সমাবেশ করতেই পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘোষণা ডেস্ক : নিবন্ধনহীন জামায়াত কীভাবে সমাবেশের অনুমতি পেল, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে; আইনমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জামায়াত নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ইনডোরে (ঘরোয়াভাবে) করতেই পারে। তারা ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল, সেটি কমিশনার যাচাই করে অনুমোদন দিয়েছেন।

রোববার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা সমাবেশ করে। এসব সমাবেশে অনেক সময় আমরা দেখেছি অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এসব কিছু মাথায় রেখেই তাদের ইনডোরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

জামায়াতকে অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক নীতির কোনো পরিবর্তন হয়েছে কি না, এমন প্রশ্নের জবাব মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি। অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে তাদের সভা সমাবেশ করতেই পারে।

Check Also

শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে যেসব কারণ

ঘোষণা ডেস্ক : সাড়ে ১৫ বছর দেশ শাসন করার পর গণ-আন্দোলনের মুখে পতন হয় শেখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *