এম. জিয়াউল হক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ১১ জন নারী।
বুধবার (১৭ মে) পুরাতন রেল স্টেশন এলাকার সিলভার ইন, হোটেল মেট্রো ইন ও সিনেমা প্যালেস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিআরবি এলাকার সিলভার ইন, পুরাতন স্টেশন এলাকার হোটেল মেট্রো ইন ও সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ১৮ মে (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হয়েছে।