শিরোনাম
Home / Uncategorized / চট্টগ্রামে এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রি: ৩ শিক্ষার্থী আটক

চট্টগ্রামে এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রি: ৩ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক : চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে স্নাতক পড়ুয়া তিন শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব।

বন্দর নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের আটকের খবর বৃহস্পতিবার(১১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৭।

ওই ৩ জন হলেন- চট্টগ্রামের বিবিরহাট এলাকার একটি মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র আহমেদ রেজা খান রিজভী ওরফে প্রিন্স ধ্রুব (২০), পটিয়া উপজেলার একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. রিফাত (২৩) ও মো. আরমান (২২)।

এদের মধ্যে রিজভী কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। রিফাত চট্টগ্রামের বাঁশখালীর কাতারিয়া গ্রামের ছাবের আহমেদের ছেলে। আর আরমান আনোয়ারা উপজেলার পূর্ব কর্নারা গ্রামের আব্দুল কালামের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চক্রটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল প্রশ্ন সরবরাহ করে। এরপর শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে মোবাইলে অর্থ লেনদেন পরিষেবা বা এমএফএসের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

“তারা পুরনো প্রশ্নপত্র এডিট করে সেগুলো চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। ফেইসবুকে একটি গ্রুপ খুলে ভুয়া প্রশ্নপত্রের নমুনা দিয়ে তাদের কাছে আরও প্রশ্ন রয়েছে বলে প্রচার করে আসছিল।

 “প্রশ্নপত্র পেতে ইচ্ছুক ব্যক্তিদের টাকার মাধ্যমে হোয়াটস অ্যাপ গ্রুপে যুক্ত করত চক্রটি। এসএমএসে টাকা পাঠানোর জন্য একাধিক মোবাইল নম্বর দেওয়া হতো।”

গত বছরও তারা একই কাজ করেছে জানিয়ে র‌্যাব জানায়, আটক শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ ও বিভিন্ন জাল প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে।

Check Also

বাঁশখালীর আলোচিত নকল স্বর্ণ ব্যবসায়ী মানিককে গ্রেফতার করেছে পুলিশ

বিশেষ প্রতিনিধি :অবশেষে চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত নকল স্বর্ণ ব্যবসায়ী মানিককে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *