ঘোষণা ডেস্ক : বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি নাকচ করে দিলেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের ‘টেকনিক্যাল নোটের’ ভিত্তিতে আগামী সেপ্টেম্বরের মধ্যে বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বুধবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আলোচনা সভায় আইন নিয়ে সরকারের এই অবস্থানের কথা জানান তিনি।
সভায় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, তবে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তেমন কিছু সংশোধন আনা হবে।’
আনিসুল হক বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষ থেকে আমাদের একটা টেকনিক্যাল (কারিগরি) নোট পাঠানো হয়েছে। আমরা সেটা নিয়ে কাজ করছি, তাদের কিছু ধারা বাদ দেওয়া এবং সংশোধনের বিষয়ে পরামর্শ ছিল। যদিও আমাদের মতভেদ রয়েছে। আমরা বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই, অক্টোবরের পরে নয়। আমরা সেপ্টেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সংশোধনীটা করব।’
গত বছরের জুনে জাতিসংঘের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় সংবাদকর্মী ও মুক্ত মত প্রকাশকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা যাবে না বলে দাবি তুলে সম্পাদক পরিষদ।
টিআইবির আলোচনায় আরো অংশ নেন নরওয়ের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা ভার্গ ভন লিন্ডে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জিউন লুইস ও ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ।