চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহান স্বাধীনতা দিবসের ৫২ বছর অতিবাহিত হলেও বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা নেই। গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। মানবাধিকার বলতে কিছুই নেই। আছে শুধু একদলীয় শাসন ব্যবস্থা।
রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে র্যালির পর সমাবেশ শেষে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে লক্ষ্যে দেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার ৫২ বছর অতিক্রান্ত হলেও অর্জন শূন্য। এ সরকার একদলীয়, একপেশে ভাবে দেশ চালাচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছ। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, বলেন ডা. শাহাদাত।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ বক্তব্য রাখেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এসকে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম প্রমুখ।